আলোকিত জ্ঞাণী ৭ম আসরে ১ম স্থান অধিকার করেছে ভোলার ছেলে মুফতী আবু বকর সিদ্দিক

 

 

আরিয়ান আরিফঃপবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি কর্তৃক আয়োজিত আলোকিত জ্ঞাণী প্রতিযোগিতার সপ্তম আসরে সমগ্র বাংলাদেশের হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে আলোকিত জ্ঞাণী প্রথম স্থান অর্জন করছে ভোলার ছেলে মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক।মঙ্গলবার (১১ ই মে) মাসব্যাপী প্রতিযোগিতার ছিলো ফাইনাল পর্ব। ফাইনালে সেরা ১৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় ভোলার ছেলে মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক।মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি এলাকার জৌলিশ হাওলাদার বাড়ীর মরহুম সিরাজুল ইসলামের বড় ছেলে।২০০২ সালে তার বাবা মারা যাওয়ার পর সংসারে হাল ধরেন তিনি।দুই ভাই এক বোনের সংসারে চলানোর পাশাপাশি তিনি লেখা পড়া চালিয়ে গেছেন।প্রাথমিক শিক্ষার সূচনা ভোলা গোরস্থান মাদ্রাসায়।এরপর মিজান ও নাহবেমীর ক্লাশ চরখলিফা মাদ্রাসা দৌলতখানে শেষ করেন।পরে ঢাকার জামিয়া ইসলামিয়া খাদিমুল ইসলাম মিরপুর-১৩ ও বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেউল উলুম মাদ্রাসা মিরপুর-১৪ দাওয়ারে হাদীস (মাস্টার্স) কমপ্লিট করেছেন।এরপর উচ্চতর গবেষণা বিভাগ তাখাস্সুস ফীল ফিকহুল ইসলামি (ইফতা) জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম মিরপুর-১১, ঢাকাতে শেষ করেছেন তিনি। বর্তমানে তিনি যেই মাদ্রাসা থেকে ইফতা শেষ করেছিলেন (জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম মিরপুর-১১, ঢাকা) শেষ করেছিলেন। বর্তমানে এখানেই সিনিয়র শিক্ষক হিসাবে রয়েছেন।মুফতি মাওলানা আবু বকর সিদ্দিকের মা আয়েশা বেগমের কাছে তার ছেলে এই অর্জনে তার অনুভূতি জানাতে চাইলে তিনি অশ্রুসিক্ত চোখ বলেন, প্রতিটি মা-বাবা তার সন্তানকে পরম মমতা ও যত্নের সঙ্গে লালন করতে হয় পরিবারের প্রতিটি স্বপ্নকে। সন্তানের কাছে বিশ্বাসের আরেক নাম হচ্ছে বাবা।আবু বকর সিদ্দিকেরর বাবা বেঁচে নেই। তিনি বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন।এদিকে তার ঐ অর্জনে ভোলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিজ ব্যক্তি বর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।তার চাচাতো ভাই মাধ্যমিক স্কুল শিক্ষক ইয়ারুল আলম হেলাল মাষ্টার বলেন, আমাদের ভোলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থাকবে আমার চাচাতো ভাই।ভোলাবাসীর দোয়া ও ভালোবাসা সে আরো এগিয়ে যাবে তার জন্য সবাই দোয়া করবেন।

SHARE