মিলি সিকদারঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ১নং ওয়ার্ডে পিডিবির বিদ্যুত মিটার দেওয়ার কথা বলে, হারুন ফরাজির পূএ ফজলু প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ করে রহিম বলেন বিদ্যুৎ পাওয়ার আশায় আমি বশির,কবির নিরব,শহিদ সবাই ফজলু কে জন প্রতি বার হাজার টাকা করে দেই কিন্তুু তিন বছর পার হলেও বিদ্যুৎ পেয়েছি মিটারের বিল আসে না। ফজলু পিডিবির লোক এনে রিডিং করে নেয় কিন্তুু বিলের কাগজ আসে না। এরকম হতাশ হয়ে আমরা কার কাছে যাবো। কাচিয়া ১নং ওয়ার্ডে ৩০ জন বাসিন্দা এমনই এক হতাশাজনক পরিস্থিতিতে পড়েছেন। সরেজমিনে গিয়ে জানা যায় ফজলু লাইন ম্যান নরুল ইসলামের ডে লেভার হিসেবে কাজ করে। তার নাম ভাঙ্গিয়ে সে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে মিটার প্রতি বার হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে। পিডিপির বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তার দাবি করেন, এসব খাতে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার নিয়ম নেই। অভিযোগ পেলে তিনি ব্যাবস্হা নিবেন,বিদ্যুৎ ডে লেভার কাজ থেকে ফজলু কে অব্যহতি দিবেন। ফজলু গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন গ্রাহকদের দাবি তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা।আার বোরহানউদ্দিন পিডিবির বিদ্যুৎ কার্যালয়ের উচিত প্রতারণার শিকার সকল গ্রাহকের বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা।