কালিবাড়ি রোডে বাসার তালা ভেঙ্গে তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি

 

 

 

স্টাফ রিপোর্টার।।মা মারা যাওয়ার শোক কাটতে না কাটতেই হাসনাইন-ঝুমুর দম্পতির সুখের সংসারে ছোট্ট একটি ঝড় বয়েযায়। কেননা বাসার মেইন গেটের তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি গেছে। ঘটনাটি ঘটেছে আনুমানিক বুধবার রাতে ভোলা পৌর শহরের ৩নং ওয়ার্ড কালিবাড়ি রোডের বাসিন্দা স্কুল শিক্ষক মোঃ হাসনাই আহমেদ এর বাসায়।এ ব্যাপারে বাড়ির মালিক স্কুল শিক্ষক মোঃ হাসনাই আহমেদ এর শশুর জসিম হাওলাদার বাদি হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।বাসার মালিক মোঃ হাসনাই আহমেদ জানান, গত (২৩ এপ্রিল) রাতে আমার গ্রামের বাড়ি জয়নগরে আমার মা মারা যাওয়ার খবর পেয়ে আমরা সবাই বাসায় দরজা এবং সামনের কেঁচিগেট তালা দিয়ে চলেযাই। আজ সকালে আমার প্রতিবেশিরা আমার বাসার দরজা ফাকা দেখে আমায় মোবাইলে ফোন দিয়ে জানায়। আমি বাসায় এসে দেখি বাসার তালা ভাঙা এবং আলমিরার তালা ভেঙ্গে নগদ ৫ হাজার টাকা ৪ ভরি ওজনের স্বর্ণালংকার, সহ অন্যান্য জিনিসপত্র মিলে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।তবে স্থানীয়রা ধারনা করছেন, ছাঁদের দরজা না থাকায় বাহির থেকে গাছ কিংবা বড় মইদিয়ে ছাঁদে প্রবেশ করে বাসার তালা ভেঙে চোর ভিতরে প্রবেশ করে।৩নং ওয়ার্ডের বাসিন্দা ব্যংকের হাট কো-অপারেটিব স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ হারুনউর রশিদ বলেন, প্রতিনিয়ত এলাকায় চুরির প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে এসব চুরির দিকে ঝুঁকছে। প্রশাসনের উচিৎ এদিকে কঠোর নজর দেওয়া। তা নাহলে দিন দিন চুরি, ছিনতাইর চেয়েও বড় রকমের দূর্ঘটনার সৃষ্টি হবে।এ দিকে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, চুরির ঘটনায় স্কুল শিক্ষক হাসনাই আহমেদের শশুর বাদি হয়ে লিখিত একটি অভিযোগ করেছেন।আমাদের তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

SHARE