ভোলায় লকডাউন কর্মসুচি বাস্তবায়নে পুলিশি কার্যক্রম অব্যাহত

 

 

মনজু ইসলামঃকরোনা ভাইরাস (Covid-19) এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন কর্মসুচি পালনে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি/ চলাচলে নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে আজ রবিবার (১৮ এপ্রিল) ভোলা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনায়েত হোসেন স্যারের নেতৃত্বে সদর থানার বিভিন্ন স্থানে (বাজার, বাসস্ট্যান্ড, রেস্টুরেন্ট, মোড়/পয়েন্টে) সকলকে মাস্ক পরিধান উদ্বুদ্ধ করা, স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানোর পাশাপাশি অপ্রয়োজনীয় লোকজন ঘোরাফেরা রোধকল্পে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।এসময় ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আরমান হোসেন এবং পুলিশ পরিদর্শক অপারেশন জনাব মোঃ আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

SHARE