ভোলায় রাস্তার মোড়ে মোড়ে ব-দ্বীপের করোনা সচেতনতামূলক ফেস্টুন স্থাপন

 

 

 

আরিয়ান আরিফঃকরোনার শুরু থেকেই দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে ভোলার সামাজিক সংগঠন ব-দ্বীপ ফোরাম।এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে ভোলার জেলার বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তাসহ ফেস্টুন স্থাপন করা হয়।সরজমিনে গিয়ে দেখা যায়,ভোলা শহরের প্রাণ কেন্দ্র বাংলা স্কুল মোড়, গালর্স স্কুল মোড়, কালিনাথ রায়ের বাজার, ইলিশা বাসস্ট্যান মোড় , কাচাঁ বাজার এলাকাসহ জেলার ৭ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করোনা সচেতনতামূলক ব্যানার ফেস্টুন সাটানো হয়।করোনার বিস্তার বেড়েই চলছে উল্লেখ করে ব-দ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী মীর মোশারেফ অমি জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিভিন্নভাবে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

SHARE