নিজস্ব প্রতিনিধিঃভোলায় সোমবার নতুন করে আরো ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১৪১৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০২৮ জন। মোট মারা গেছেন ১৪ জন। বর্তমানে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়ে আইসোলেশনে রয়েছে। সোমবার (১২ এপ্রিল) রাতে ভোলা সিভিল সার্জন দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।সূত্র জানান, ভোলা সদর হাসপাতালের পিসিআর ল্যাবে ৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ভোলা সদরে ২৩, দৌলতখানে ১ জন, বোরহানউদ্দিনে ২ জন ও চরফ্যাসনে ১ জন আক্রান্ত হয়েছে। মোট ১১ হাজার ৩০১ জনের নতুনা পরীক্ষা করা হয়েছে।