জেলা প্রশাসককে ভোলার ঐতিহ্যবাহী মাদ্রাসার সম্মাননা প্রদান

 

 

টিপু সুলতান ঃ “বিদায়ী সন্মাননা স্মারক প্রদান”ভোলার জেলা প্রশাসক ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার পরিচালনা পর্ষদের সন্মানিত চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক সফলতার সাথে দায়িত্ব পালন শেষে বদলিজনিত বিদায় উপলক্ষে ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা থেকে বিদায়ি সম্মাননা দেয়া হয়েছে। ৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে “সন্মাননা স্মারক” প্রদান করেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল বাশার মোঃআব্দুর রহিম ও উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। এসময় কালেক্টরেটের বিভিন্ন অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করায় তার বদলি সাময়িক স্থগিত হয়। নির্বাচন শেষে আবার তাকে বিদায়ি সংবর্ধণা দেয়া শুরু করেন ভোলার প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গুলো

SHARE