আম গাছে মুকুলে ঘেরা প্রতিটি ডালা

 

 

টিপু সুলতানঃ প্রকৃতির নিয়মে বসন্তের আগমনে ভোলায় গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। ফাগ্লুনের আনন্দময় স্নিগ্ধ প্রকৃতির চৈত্রের আগমনে হয় মলিন। প্রকৃতি এ আকুলতার জন্যই বসন্ত যেন অপরূপ সাজে সজ্জিত হয় প্রকৃতির বুকে।কোকিলের কুহুতানে আর আমের মুকুলের গন্ধে আগমন ঘটে বসন্তের।আজ ভোলা সদর উপজেলার  বাপ্তা এলাকায় সকালে বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, বসতবাড়ির আঙ্গিনায় নতুন নতুন সোনালী আমের মুকুল। বসন্তের স্নিগ্ধতার মাঝেও শোভা ছড়াচ্ছে আমের মুকুল।
গাছের অধিকাংশ অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আমের মুকুল। প্রতিটি ডালায় ডালায় রয়েছে অসংখ্য আমের মুকুল। সেই আমের মুকুলের ঘ্রাণে ঘ্রানে ভরে যাচ্ছে মনপ্রাণ।

SHARE