ভোলায় এসিড সন্ত্রাস, মুন্নী’র সংবাদ সম্মেলন, মামলা

 

 

সিমা বেগম, ভোলাঃভোলা চরফ্যাশন উপজেলা আবদুল্লাপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের খালেক সিকদার মেম্বার হওয়ার জন্য নিজের কলেজ পড়ুয়া মেয়ে সালমা আক্তার মুন্নী কে এসিড নিক্ষেপ করে প্রতিপক্ষ প্রার্থী বেলায়েত হোসেন তোতা ও তার ভাইদের বিরুদ্ধে মিথ্যা হয়রানি মূলক মামলা দায়ের করেছেন বলে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তোতার বোন সুখী লিখিত বক্তব্যে বলেন৷রবিবার (৭ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার সময় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে মেম্বার প্রার্থী তোতার বোন এই সংবাদ সম্মেলন করেন৷সংবাদ সম্মেলনে সুখী দাবি করেন তার ভাই বেলায়াত হোসেন তোতা আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করলে একই গ্রামের খালেক সিকদার ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি এবার নির্বাচন করবেন বলে ঘোষণা দেন এবং বেলায়াত হোসেন তোতা’কে নির্বাচন থেকে সরে দাঁড়ালে এক লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেন। এই প্রস্তাবে তোতা রাজি না হয়ে প্রচার প্রচারণা চালানোর সময় খালেক সিকদার দেখে নেয়ার হুমকি দেন এবং এলাকায় কি ভাবে থাকে দেখে নিবে বলেও হুমকি দেন৷ তার দুই দিন পর গত ৫ ফেব্রুয়ারী খালেক সিকদারের মেয়ে সালমা আক্তার মুন্নি কে এসিড মারার অভিযোগ দিয়ে তার ভাইকে আসামি করে চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করেন বলে তিনি সংবাদ সম্মেলনে বলেন৷এছাড়াও মুঠো ফোনে মেম্বার প্রার্থী বেলায়েত হোসেন তোতা বলেন, উপরে আল্লাকে স্বাক্ষী রেখে বলছি আমি এসিড সন্ত্রাস করিনি৷ আমি চক্রান্তের শিকার৷ আমি মেম্বার প্রার্থী হওয়া এবং খালেক সিকদার ৬১ হাজার টাকা খেয়ে কমিটি করেছে এমন তথ্য প্রমান সহ প্রকাশ করায় আমাকে এমন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে৷ আমি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জোর দাবি জানাচ্ছি৷

SHARE