ভোলায় পরিক্ষা স্থগিত হওয়ার জেলা প্রশাসকের বাস ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

 

 

নুরউদ্দিন আল মাসুদ।ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের অফিস সহায়কের ১৬টি (শূন্য) পদে আজ শুক্রবার ২২/০১/২০২১ ইং তারিখে পরিক্ষা দেওয়ার সময় নির্ধারন করেছেন ভোলা জেলা প্রসাশন কতৃপক্ষ।পরিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সকাল হতে হাজার হাজার শিক্ষার্থী তাদের কেন্দ্র ভোলা সরকারি কলেজ,শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ,ভোলা সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয়, ভোলা কালেক্টর স্কুল সহ বিভিন্ন কেন্দ্রে অবস্থান করেন।পরিক্ষার সময় ছিল বেলা ১০ঃ৩০ মিনিট।কিন্তু বেলা ১০ঃ৩০মিনিট অতিক্রম করার পরই শিক্ষার্থীরা পরিক্ষা স্থগিতের খবরটি জানতে পারলে তারা একত্রিত হয়ে ভোলা জেলা প্রেস ক্লাব,জেলা প্রসাশকের বাসভবন,ও অতিরিক্ত জেলা প্রসাশকের বাসভবনের সামনে বিক্ষোভ ও মিছিল করে। শিক্ষার্থীরা জানায়, গত ৪ই জানুয়ারী ২০২১ এ ডাকের মাধ্যমে তাদের প্রবেশ পত্র পাঠায় জেলা প্রশাসন কতৃপক্ষ। তারা ভোলার প্রত্যন্ত অঞ্চল মনপুরা,চরফ্যাশন, লালমোহন,তজুমদ্দিন সহ দূরবর্তী স্থান হতে নানা কাজ ফেলে রেখে পরিক্ষায় অংশগ্রহন করতে এসেছে।কেউবা আবার গতকাল রাত্রেই রওনা করেছেন।তাহলে কেনই বা এমন ছলচাতুরী? এমনটাই প্রশ্ন হাজারো শিক্ষার্থীর।
পরিক্ষা স্থগিতের বিষয়টি কেন পূর্বে জানানো হয়নি? এমনটাই দাবি ছিল আজকের বিক্ষোব ও মিছিলের।

SHARE