পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে সাংস্কৃতিক শিল্পিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সোমবার ( ১১ জানুয়ারি) রাতে পটুয়াখালী শের-ই-বাংলা পাঠাগার মিলনায়তনে জাতীয় সংসদের ৩২৯ আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এর উদ্যোগে ২০০ জন অসহায়, দুস্থ, সাংস্কৃতিক ও বাউল শিল্পীর হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পটুয়াখালীর “শুকতারা শিল্পাঙ্গন”এর সাধারন সম্পাদক মোঃ জহির উদ্দিন কাইউম এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য বাখেন, এমপি কাজী কানিজ সুলতানা হেলেন বলেন, দেশকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতি চার্চার বিকল্প নেই। আপনারা সাংস্কৃতি চর্চার দিকে গুরুত্ব দিলে পটুয়াখালীর মধ্যে থেকে বেড়িয়ে আসবে ভালো শিল্পী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,পটুয়াখালী জেলা মাহিলা আওয়ামীলীগের সেক্রেটারি জাকিয়া সুলতানা বেবী, সাবেক জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট শাহিন মিয়া, “শুকতারা শিল্পাঙ্গন” এর সভাপতি অলিউর রহমান জসিম ও প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জ। এসময় জেলা মাহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।