আরিয়ান আরিফঃ ভোলা সদর উপজেলার আগারপুল বাজার মোহাম্মদিয়া জামে মসজিদ যুব তাফছির কমিটির উদ্যোগে ২৪ ও ২৫ জানুয়ারি রবি ও সোমবার ২ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করা হয়েছে।স্থানঃ আগারপুল বাজার মোহাম্মদিয়া জামে মসজিদ ময়দান, ভোলা সদর,ভোলা।উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রাধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি মোফাচ্ছেরে কোরআন,বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী সাহেব। তিনি শেষে দিন ২৫ জানুয়ারি (সোমবার) কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন। আগারপুল বাজার মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা জাকির হোসাইন সাহেব এর সভাপতিত্বে আরো তফসীরুল কোরআন মাহফিলে বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মুহাদ্দিস আমিনুল হক নোমানী সাহেব, সভাপতি, বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ, ভোলা জেলা ও খতিব উপজেলা পরিষদ জামে মসজিদ, ভোলা। তিনি প্রথম দিন ২৪ জানুয়ারি (রবিবার) কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আরো স্থানীয় অন্যান্য ওলামায়ে কেরামগন মূল্যবান তাফসীর পেশ করিবেন। উক্ত তফসীরুল কোরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দো-জাহানের অশেষ নেকী হাছিল করুন।উক্ত মাহফিলে সহযোগিতা জন্য যোগাযোগ করুনঃ
01748723361,01793967411,01744412539।