মনজু ইসলাম/টিপু সুলতান : ভোলা প্রেসক্লাবের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী কার্যকরি কমিটির নেতৃবৃন্দ বুধবার শপথ গ্রহণ করেছেন। শপথ পড়ান জেলা আইনজীবী সমিতির সম্পাদক ও নির্বাচন পরিচলনা পরিষদেও সদস্য এডভোকেট নুরুল আমিন নুরনবী। এর আগে নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন আনুষ্ঠানিকভাবে চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে ১১টি পদে ২৬টি মনোনয়নপত্র জমা পড়ে। চাঁদা খেলাপীসহ নিয়োগপত্র সঠিক না থাকায় ১৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়। ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আগেই ওই ১১ জনকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষনা করা হয়। বিজয়ীরা হলেন, এম. হাবিবুর রহমান (–সভাপতি), জুন্ন রায়হান ( সহসভাপতি), অমিতাভ রায় অপু ( সম্পাদক), হোসাইন সাদী (সহসম্পাদক), এম. হেলাল উদ্দিন ( অর্থ সম্পাদক), মোঃ কামরুল ইসলাম , (ক্রীড়া সম্পাদক) মোঃ ছিদ্দিকুল্লাহ ( দপ্তর সম্পাদক) মোঃ তৈয়বুর রহমান ( সাংস্কৃতিক সম্পাদক) মনিরুল ইসলাম ( পাঠাগার সম্পাদক) , নাসির লিটন ( নির্বাহী সদস্য). মেজবাহউদ্দিন শিপু ( নির্বাহী সম্পাদক) । এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেরা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্তমাহমুদ, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, চেম্বার অব কমার্সেও পরিচালক মোঃ সফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসরাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন , জেলা পূজা উদযাপন পরিষদেও সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক অসীম সাহাসহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা।