আরিয়ান আরিফ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা ও পৌর ভিত্তিক ‘তথ্য ফরম’ বিতরণের কার্যক্রম শুরু করেছে ভোলা জেলা যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলা শাখার অধিনস্থ সকল ইউনিট, কমিটি গঠন ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে (২৭ ডিসেম্বর) রবিবার বিকালে শহরের জেলা যুবদলের দলীয় কার্যালয়ে ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আসর বাদ জেলা যুবদলের দলীয় কার্যালয়ে চরফ্যাশন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের হাতে ফরম বিতরণ করা হয়। পরে মনপুরা উপজেলার নেতৃবৃন্দ হাতে ফরম দেওয়া হয়। মাগরিব বাদ দলীয় কার্যালয়ে দৌলতখান উপজেলা ও দৌলতখান পৌরসভা বোরহানউদ্দিন উপজেলা ও পৌরসভার যুবদলের নেতৃবৃন্দ হাতে ফরম বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলা শাখার সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সহ চরফ্যাশন উপজেলা ও পৌরসভা,দৌলতখান উপজেলা,পৌরসভা,বোরহানউদ্দিন উপজেলা ও পৌর সভার নেতৃবৃন্দ।