ভোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

 

স্টাফ রিপোর্টার।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিদ্যা বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের তিনটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আজ শবিবার (২৮ নভেম্বর) সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ওই বাড়ি পরিদর্শন করেন ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।এসময় ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খলিলুর রহমান নলী,ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোসলেউদ্দিন পাটোয়ারী,ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মনির মাস্টার, প্রচার সম্পাদক মো: বাবুল, যুবলীগ সভাপতি মোস্তফা,সাধারণ সম্পাদক মাকসদু মেম্বারসহ মিল্টন মেম্বার,সিরাজ পাটোয়ারী, সিদ্দিক মাস্টার, সোহেল মাস্টার, লিটন,নুর ইসলাম মেম্বার,নাজিমুদ্দিন বাবুল,মো: রুবেল,রুবেল ফরাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর নবী সাওন,ছাত্রনেতা রিফাতসহ গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বিদ্রোহ গত মঙ্গলবার(২৪ নভেম্বর) রাত ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্হানীয় জনবল ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের নেত্রীত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তে সক্ষম হন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতঘর ও আংশিক আরও দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

SHARE