মনজু ইসলাম
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া থেকে মুন্সিগঞ্জ গজারিয়া থানার কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ আকবর আলী, পিতা- সেন্টু মিয়া পাটোয়ারী,যার নাম্বার ২০( ৩)১৫, জিআর-৬২/১৫, ধারা- ২৭৯/৩০৪(খ) পেনাল কোড এর ০৩(তিন) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানাযায়,আসামী মো: আকবর আলী ভেলুমিয়া এলাকার চন্দ্রপ্রসাদ গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আসামী আকবর আলী তার নিজ বাড়িতে আত্মগোপনে রয়েছেন। এমত অবস্থায় এসআই মোঃ সমেছ আলী, সঙ্গীয় কং মিজান এর সহায়তায় আজ রবিবার সকালে গ্রেপ্তার করে ইনচার্জ ভেলুমিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মঈনুর ইসলামের সহায়তায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।