ছাত্রলীগের পাপন-রিয়াজ কমিটি বিলুপ্ত ঘোষনা

 

 

টিপু সুলতানঃ

বাংলাদেশ ছলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরী সিদ্ধান্ত মতে ভোলা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্য ১৩ নভেম্বর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ছাত্রলীগের ভোলা জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করা হলো। সাথে সাথে সংঘঠনের কাজে গতিশীলতা আনার জন্য আগামী ৭ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে ডাক যোগে অথবা ই-মেইলে সভাপতি ও সম্পাদক পদে আগ্রহি প্রার্থীদের জীবনবৃত্তান্ত পাঠানোর জন্য বলা হয়েছে। এছাড়া যোগাযোগের জন্য কেন্দীয় ছাত্রলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম সামিম এর সাথে যোগাযোগের কথা বলা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য দীর্ঘ দিন ধরে দক্ষতা ও যোগ্যতার সাথে ভোলা জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন ইব্রাহিম চৌধুরী পাপন ও রিয়াজ মাহমুদ। কেন্দ্রীয় কমিটির জরুরী সিদ্ধান্ত মতে আজ তারা দায়িত্ব হস্তান্তার ছাড়াই বিদায় নিতে হলো। যা নেতৃত্বর চরম হতাশা হিসেবেই দেখবেন ভোলার ছাত্র সংঘঠনগগুলো।

SHARE