সড়ক ভেঙ্গে মরণকূপ

 

 

পটুয়াখালী প্রতিনিধিঃ বরগুনা – মির্জাগঞ্জ- বাকেরগঞ্জ মহাসড়কটি ভেঙ্গে যেন এক মরণকূপে পরিনত হয়েছে। যেকোন মূহুর্তে সড়কটি ভেঙে প্রাণহানীসহ ঘটতে বড়ধরনের দূর্ঘটনা।উপজেলার চৈতা এলাকার সড়কের এ বেহাল দশা। স্থানীয়রা জানান, বৃষ্টি পানি নেমে যাওয়া পানির চাপে রাস্তাটির দুপাশে ভাঙ্গন ধরে। রবিবার (২৫অক্টোবর) সকালে ঢাকা থেকে ইসলাম পরিবহন নামে একটি গাড়ি ওই ভাঙা যায়গায় পার হয়ে বরগুনা যাওয়া সময় রাস্তাটি প্রায় সম্পূর্ণ অংশ ভেঙে গাড়িটি আটকে পরে।পরে কোন মতে উঠানো হয়। বাকি অংশ টুকু যেকোন সময় গুরিয়ে যেতে পারে বলে তারা জানান।এতে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। মোটরসাইকেল সহ ছোট ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চললে ও পরিবহন ও মালবাহী ট্রাক চলার কোন উপায় নাই।বিকল্প কোন ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এসব পরিবহন ও ট্রাকগুলো পাশ্ববর্তী উপজেলা বেতাগী হয়ে প্রায় ৮-১০ কিঃমিঃ রাস্তা ঘুরে কালীগঞ্জ হয়ে বরিশাল, ঢাকাসহ বিভিন্ন যায়গায় যেতে হচ্ছে। এতে দূর্ভোগের যেন শেষ নেই পথচারীসহ গাড়িচালকদের। সরেজমিনে দেখা যায়, সড়কটির প্রায়ই ভেঙে গেছে। নিচ থেকে মাটি সরে গেছে।যেকোনো সময় সড়কটি ভেঙে পরতে পারে। গাড়ি চলার কোন উপায় নেই।সারি সারি ট্রাক,গাড়ি সহ বিভিন্ন পরিবার লাইন ধরে দাড়িয়ে আছে। ট্রাক ড্রাইভার বেল্লাল হোসেন বলেন, সকল থেকে আটকে আছি। এ ভাঙ্গা রাস্তা দিয়ে যাওয়ার কোন উপায় নাই। সঠিক মতো মাল পৌঁছাতে না পারলে জামেলায় পরমু।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন জানান, সড়কটি খুব গুরুত্বপূর্ণ। বরগুনা,মির্জাগঞ্জ বাসীর বরিশাল ও ঢাকা যাওয়ার একমাত্র স্থল মাধ্যম। চলাচলের উপযোগীর জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলো করে সড়কটি মেরামতের ব্যবস্থা করা হবে।

SHARE