পটুয়াখালী প্রতিনিধিঃ ত্রাণের চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলার ৩নং মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাফরউল্লাহসহ দুই মেম্বারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত অন্যরা হলেন- ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজুর রহমান খান ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাদের বরখাস্ত
গত ১৯ অক্টোবর থেকে তাদের সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে। গত ৫ অক্টোবর মুরাদিয়া ইউনিয়ন পরিষদের গুদাম থেকে আত্মসাৎ করা ত্রাণের চাল অটোবাইকযোগে পাচারকালে স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে দুমকির ভারপ্রাপ্ত ইউএনও আল ইমরান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৫ বস্তা ত্রাণের চাল জব্দ করেন। এ ঘটনায় ওই দিন রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে চেয়ারম্যান জাফরউল্লাহ এবং দুই ইউপি সদস্য মাহফুজুর রহমান খান ও জাহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও দুই ইউপি সদস্য পলাতক রয়েছেন।