তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক

 

 

কাজী মাহমুদুল হাসান
তজুমদ্দিন প্রতিনিধিঃ

 

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে কোস্টগার্ডের অভিযানে নৌকা, জালসহ ১৬ জেলেকে আটক করা হয়।আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে ২২দিনের মা ইলিশ সংরক্ষণ ও রক্ষার অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড সদস্যরা মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাছ শিকারের অপরাধে ৪টি নৌকা, ৪ হাজার মিটার জাল, ও ১৬ জেলেকে আটক করেন। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের ৭ জনকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড করেন। এছাড়া বাকী ৯ জনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ (চ) ধারার অপরাধে ৫ (১) ধারায় ১ বছর করে বিনাশ্রম করাদন্ডের রায় দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান। দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন, আব্দুর রহিম (৪০), রিয়াজ (৩৮), আব্দুল হামিদ (৩৫), মিজান (৩৯), ইমরান (২২), আইয়ুব (৩৫), রাশেদ (২৮), ইউনুছ (৩৩) ও সোহাগ (২০)। আটক প্রত্যেক জেলের বাড়ি লালমোহন উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। আটক নৌকা প্রশাসনের হেফাজতে রয়েছে জাল শশীগঞ্জ সুইচঘাট এলাকায় আগুণে পুড়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণের অভিযান সফল করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। তারপরও কেউ আইন ভাঙার চেষ্টা করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

SHARE