মোঃ সোহাগ হোসেন ঃ
সরকারী চাল আত্মসাতের ঘটনায় বরখাস্ত হওয়া কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাতে এবার কলেজ ছাত্র লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পটুয়াখালী জেলা শহর ভায়া কমলাপুর রুটের কৌড়াখালী খেয়াঘাটে চেয়ারম্যানের সঙ্গে একত্রে নৌকায় ওঠার অপরাধে মোঃ শাহিন উদ্দিন নামে এক কলেজ ছাত্রকে মারধোর করে চেয়ারম্যান নিজেই। এঘটনায় ওই কলেজ ছাত্র পটুয়াখালী সদর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। ডায়েরী নং-৩৩০/২০। কলেজ ছাত্র শাহিন অভিযোগ করে বলেন-শাহিন বুধবার দুপুরে কমলাপুরের নিজ বাড়ী থেকে মোটরসাইকেল যোগে জেলা শহরে আসার জন্য কৌড়াখালী খেয়াঘাটে পৌছায়। এসময় ঘাটে নোঙ্গর করা খেয়ায় মটরসাইকেল নিয়ে শাহিন উঠতে গেলে চেয়ারম্যান খেয়ায় উঠতে নিষেধ করে জানায়,এটা তার সংরক্ষিত খেয়া নৌকা। এসময় শাহিন খেয়ায় উঠতে বায়না শুরু করলে উভয়ের মধ্য বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় চেয়ারম্যান প্রকাশ্যে শাহিনকে কিলঘুষি ও লাথি মারেন। মারধোরের এক পর্যায় শাহিনকে হুমকীও দেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা চেয়ারম্যানের হাত শাহিনকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ প্রসঙ্গে অভিযোগ অস্বীকার করে কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন মৃধা জানান, ‘আমার সাথে মৎস্য অফিসের লোকজন ছিল। তাই নৌকা ডুবির আশংকায় তাকে উঠতে বারন করেছি। কিন্তু মারধোর করা হয়নি”। সদর থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ জানান, উল্লেখিত ঘটনায় সাধারণ ডায়রি হয়েছে।