মনজু ইসলাম / টিপু সুলতান
ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে ভোলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অ্যাডভোকেট মো. ছালাহউদ্দিন হাওলাদারকে সভাপতি ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাছেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুল।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ খান জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর-রশীদ ট্রুম্যান, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন নুরনবী।
অ্যাডভোকেট জাবেদ ইকবালের সঞ্চালনায় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছালাউদ্দিন হাওলাদার, আইনজীবী ফোরামের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ড. আমিরুল ইসলাম বাছেদ, অ্যাডভোকেট কাজী আজম, অ্যাডভোকেট রেজাউল করিম, ভোলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইফতারুল হাসান শরীফ, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আহমদ, অ্যাডভোকেট ছালাহউদ্দিন আহমেদ প্রিন্স, অ্যাডভোকেট মো. ইউছুফ প্রমূখ।