ভোলায় সেনা সদস্যর পরিবারের উপর সন্ত্রাসী হামলা

মঞ্জু ইসলাম, ভোলানিউজ.কম,

ভোলা শহরের চরনোয়াবাদ এলাকায় এক সেনা সদস্য পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, পূর্বের শত্রুতার জেরধরে একই এলাকার বাসিন্দা মোঃ মহিউদ্দিন, মোঃ লিটন, মোঃ বারেকসহ কয়েকজনে মিলে অর্তকিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে বলে জানাযায়।
সেনা সদস্যর পরিবার সাংবাদিকদের জানান, গত ১১এপ্রিল নিজ ভোগ দখলীয় পৈত্তিক সম্পত্তিতে কাজ করতে গেলে মহিউদ্দিন,লিটন,বারেকসহ একদল সন্ত্রাসীরা মিলে দেশীয় অ¯্র-সস্ত্র দিয়ে আমাদের পরিবারের উপর হামলা চালায়। এতে বর্তমান সেনা সদস্য আব্দুল্লাহর মা ও অবসর প্রাপ্ত সেনা সদস্য মৃত শহিদুল ইসলামের স্ত্রী রওশনআরা বেগম, নাজমা বেগম, বকুল বেগম, মুক্তা আক্তার এদের উপর হামলা চালায়। পরে আমাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। আহতরা বর্তমানে ভোলা সদর হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে.স্থানীয়রা জানান, প্রায় সময় সেনা সদস্যর পরিবারের উপর হামলা,মামলা চালিয়ে আসছে মহিউদ্দিন গংরা। এমনকি বাড়িঘরে থাকতেও দিচ্ছেননা সেনা সদস্য পরিবারকে উচ্ছেদ করার পায়তারা করছে।
এবিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে, তাদেরকে পাওয়া যায়নি। ব্যবহৃত মোবাইল ০১৭৩৮-৭৮১৩৭৬ নম্বরটিও বন্ধ পাওয়া যায়
এঘটনায় সেনা সদস্য আব্দুল্লাহর মামা বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় ৬জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নম্বর ২৩/১৮ইং।

(আল-আমিন এম তাওহীদ,১৭এপ্রিল,২০১৮ইং)

SHARE