স্টাফ রিপোর্টার!
নামাজ শেষে মোনাজাত চলাকালেই বিকট শব্দ হয় হঠাৎ করে দেখা যায় বহু (এসি) মুহুর্তের মধ্যে বিস্ফোরণ হয়ে আগুন বের হতে থাকে।
মুহুর্তের মধ্যে বিস্ফোরণ হওয়া (এসি) থেকে আগুনের ফুলকি বের হয়ে পুরো মসজিদে আগুন ছড়িয়ে পড়ে।
ওই সময় মসজিদে থাকা মুসল্লিদের গায়ে আগুনের ফুলকি ছরিয়ে পরে ,
মসজিদের ভিতর থেকে আসতে থাকে মসজিদে থাকা মুসল্লিদের আত্মচিৎকার।
পরে আশেপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধারের কাজ পরিচালনা করেন, তাদের অনেকের শরীরের কাপড় ছিলো না আগুনে পুড়ে যায় শরীরের কাপড় গুলো।
বাইতুল সালাম জামে মসজিদে (এসি )বিস্ফোরণের ওই ঘটনা ঘটে।
তাদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।
স্থানীয়রা জানান, পোনৈ ৯ টায় মসজিদের ভিতরে থাকা এসি বিকট শব্দ বিস্ফোরণ ঘটে মুহুর্তের মধ্যে মসজিদের ভিতরে থাকা ৩০ থেকে ৩৫ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হুড়োহুড়ি করে বের করে লোকজন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ডিম সম্পূর্ণরূপে কাজ করছে।