মোঃ আরিয়ান আরিফ।।
ভোলা সদর উপজেলার ইলিশায় বন্যা কবলিতদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ করেছে বাপ্তা সমাজ সেবা সংগঠন। রবিবার (২৩ আগস্ট) বিকালে
ইলিশা ইউনিয়নের মুরাদসফিল্লা গ্রামের বন্যার্তদের মাঝে এসব শুকনো খাবার ও ত্রাণ বিতরণ করেছে সংগঠনটি।বাপ্তা সমাজ সেবা সংগঠন প্রতিষ্ঠাতা জি. এম. ছানাউল্লাহ জানান, ‘সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। ভোলাও বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যা দেখা দেওয়ায় সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মুরাদসফিল্লা গ্রামের অনেকে ঘরভিটা ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। বেশিরভাগ মানুষের ঘরে চুলো জ্বলছে না।এসব দুস্থ এবং বন্যা কবলিত মানুষকে সহযোগিতা করবার জন্যই তাদের মাঝে সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ করা হয়েছে’।বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কাজে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বাপ্তা সমাজ সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রুবেল ফকির,বাপ্পি মজুমদার, বজলুর রহমান, ইব্রাহিম,
আলমগীর, বনি আমিন প্রমুখ।