##########
টিপু সুলতানঃ
ভোলায় মুয়াজ্জিনের উপর বর্বরোচিত হামলারপ্রধান আসামী সোহাগকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পুলিশ সুপার সরকার মমোহাম্মদ কায়সারের নির্দেশে বাকিদেরও গ্রেফতারের অভাযান চলছে।
ভোলা দরগাহ রোডস্থ হাসমত উল্লাহ মৌলভী বাড়ির দরজার নূর জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ আব্দুল হামিদ এর উপর ভেদুরিয়ার আব্বাসউদ্দীন কর্তৃক সন্ত্রাসী বাহিনীর হকিস্টিক দিয়ে নির্মম ও বর্বরোচিত হামলা চালায়।
ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে সকালেই আমরা এ হামলার মুল অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করেছি। বাকিদেরও মামলা সাপেক্ষে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
আহত মোয়াজ্জেন হাফেজ আব্দুল হামিদ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের একজন সক্রিয় দায়িত্বশীল।