মোঃ আরিয়ান আরিফ।।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলের নিকটবর্তী এলাকায় আবারো একটি লঘুচাপের প্রভাবে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি, কোরার হাট ও তুলাতুলি গ্রামের বেড়িবাঁধ ভেঙে যেকোনো সময় এ তিন গ্রাম তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীরা।
ভোলা সদর উপজেলার এই তিন গ্রামসহ আশপাশের বহু মানুষ এই বেড়িবাঁধের ওপর এখন অবস্থান করছেন। গতকাল ১৯ আগস্ট (বুধবার) সারা দিন, সারা রাত এবং আজ ২০ আগস্ট (বৃহস্পতিবার) সকালে প্রায় শতাধিক মানুষ প্রাণপণ চেষ্টা করে এই বেড়িবাঁধ আপাতত রক্ষা করেছেন। স্বেচ্ছাশ্রম দিয়ে তাঁরা মাটির বস্তা ফেলে বাঁধ রক্ষা করেছেন।
গ্রামবাসী আশঙ্কা করছেন, রাতে জোয়ার এবং বাতাসের তোড়ে এই বেড়িবাঁধের কোনো কোনো জায়গা ভেঙে যেতে পারে।