কাজী মাহমুদুল হাসান তজুমদ্দিন প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিনে পল্লী সেবা সংস্থার আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সমৃদ্ধি কর্মসূচির আওতায়( ২০১৮ -২০১৯) সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র ছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সোমবার (১৭ আগষ্ট) বিকাল ৪ টায় সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে পল্লী সেবার চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ফরিদ, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, শম্ভুপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তরুন দাস, পাঞ্চায়েত ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন পাঞ্চায়েত, অভিভাবক মাও. কামাল উদ্দিন, ঢাকা নটরডেম কলেজের শিক্ষার্থী মুসফিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন পল্লী সেবা সংস্থার প্রধান হিসাব রক্ষক কর্মকর্ত ও প্রোগ্রাম অফিসার পরিতোষ বড়ুয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক শরীফ আল-আমীন।
এ সময় ২৭ মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ২৪ হাজার টাকার চেক তুলে দেন।