মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে মনপুরায় বেড়িবাঁধ বিলীন

————————
সোহান সোহাগ মনপুরা প্রতিনিধিঃ –

ভোলা জেলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে গত মঙ্গলবার মেঘনা নদীর গর্জনে বেড়িবাঁধের বেশী অর্ধেক ভেঙে গেছে,

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার মেঘনার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বাড়তে থাকে। মঙ্গলবার দুপুরে জোয়ার স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেড়ে মেঘনা নদীর তীরবর্তী রহমানপুর ৯নং ওয়ার্ডের বেড়িবাঁধ মেঘনার ভাঙনের কবলে পড়ে, নদীতে বিলীন হওয়া বেড়িবাঁধের উন্মুক্ত অংশ পুনর্নির্মিত না করলে মেঘনার গর্জনে জোয়ারের পানিতে বেড়িবাঁধের বাকী অংশ টুকু ভেঙে যাবে বলে এলাকাবাসী জানান।
সরজমিনে ঘুরে দেখা যায়, সাকুচিয়া সহ মনপুরার অধিকাংশ বেড়িবাঁধের বেহাল দশা।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পেয়ারীমোহন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক বাচ্চু জানান, কিছু দিনের মধ্যে বেড়িবাঁধ সংস্কার না করলে মেঘনার গর্জনে জোয়ারের পানিতে বেড়িবাঁধের বাকী অংশ টুকু ভেঙে যাবে।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের মৎস্য ব্যাবসায়ী সুমন বর্দার জানান, জোয়ারের পানিতে তার মাছের গদির কিছু অংশ জোয়ারের পানিতে ভেসে গেছে।
মনপুরা বাসীর প্রানের দাবি মনপুরায় টেকসই বেড়িবাঁধ নির্মান করা হোক।

এব্যাপারে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার স্যার বলেন অতিদ্রুত বেড়িবাঁধ মেরামতের ব্যবস্থা গ্রহণ করবেন।

SHARE