##########
স্টাফ রিপোর্টার
ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওলাদ হোসেন (৭) নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে। স্থানীয়দের সহযোগীতা পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
পরে তার অবস্থায় আশংঙ্কাজনক হলে শনিবার (২৫ জুলাই) তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত স্কুল ছাত্র আওলাদ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভেদুরিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) ওই এলাকায় এ ঘটনা ঘটে।
আহত স্কুল ছাত্রের বাবা মোঃ কামাল হোসেন জানান, শুক্রবার বিকেলে তার ছেলে আওলাদ বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে ভেদুরিয়া ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের নারী মেম্বার জোৎস্না বেগমের ছেলে মোঃ ঈমনের গায়ের সাথে আওলাদের গা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে ঈমন আওলাদকে লাঠি দিয়ে এলোপাতালো মারধর করে রক্তাক্ত করে। এতে আওলাদ মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে পরে গেছে ঈমন পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় আমরা আওলাদকে আহত ভোলা সদর হাসপাতালে ভর্তি করি। পরে চিকিৎসকের পরার্মশ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে ভর্তি করি।
তিনি আরো জানান, এ বিষয়ে আমি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জনিয়েছি। এবং থানায় অভিযোগ করবো।
ভোলা মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।