মনজু ইসলাম ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক,ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে গড়ে তোলার অভিপ্রায়ে, ভোলা জেলা ছাত্রদলের অধীন সাংগঠনিক সকল ইউনিটের কমিটি পূনর্গঠন কার্যক্রম চলমান। এর মধ্যে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেইজবুক আইডি থেকে লালমোহন, তজুমুদ্দিন উপজেলা শাখা ছাত্রদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি প্রকাশ ও প্রচারের তথ্য পাওয়া গেছে। যাহা সম্পূর্ণ ভীত্তিহীন এবং বিভ্রান্তিজনক। ভোলা জেলা ছাত্রদলের অধীন এখনো কোনো উপজেলা,থানা,পৌর,কলেজ শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়নি। সাংগঠনিক নিয়ম অনুযায়ী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমতিক্রমে জাতীয়তাবাদী ছাত্রদলের যেকোনো ইউনিট কমিটি ঐ ইউনিটের উর্ধতন সভাপতি এবং সম্পাদক অনুমোদন দিবে।জেলা ছাত্রদলের কোনো ইউনিটের কমিটি জেলা ছাত্রদল সভাপতি, সম্পাদক এর স্বাক্ষর ব্যতিত অগ্রহনযোগ্য এবং বাতিল বলে গন্য হবে। তাই ভোলা জেলা ছাত্রদলের সকল সাংগঠনিক ইউনিটের নেতাকর্মী দের কে সাংগঠনিক নির্দেশনার বাহিরে অসাংগঠনিক ভাবে বিভ্রান্তিমূলক, অসত্য তথ্য প্রচার ও কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো এবং জেলা ছাত্রদলের অধীন কোনো ইউনিটের কোনো নেতাকর্মীর সাংগঠনিক বিধি বহিঃর্ভূত কর্মকাণ্ডের তথ্য প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক বিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আদেশক্রমে সভাপতি সম্পাদক – ভোলা জেলা ছাত্রদল।