ভোলার কৃতিসন্তান এসপি আলমগীর ট্যুরিস্ট পুলিশে

 

 

মোঃ আরিয়ান আরিফ।।

ভোলা ধনিয়া ইউনিয়ানের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আলমগীর হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হিসাবে সুনামের সাথে দায়ীত্ব পালন করছিলেন।তিনি প্রায় দের বছর আগেই পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পান।বর্তমানে জনাব আলমগীর কে ঢাকা ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসাবে পদায়ন ও বদলি করা হয়েছে।

মামলা দায়েরের স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে শ্রেষ্ঠত্বের সম্মাননা পান ব্রাহ্মণবাড়িয়ার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ আলমগীর হোসেন। মামলা তদন্তে সার্বিক ব্যবস্থাপনার সাফল্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হয়েছিলেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫তম ব্যাচের পুলিশ ক্যাডারের কর্মকর্তা আলমগীর হোসেন ২০১৮ সালের ৮ অক্টোবর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করেন। পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া এ কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত বেশ কয়েকটি আলোচিত ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেন।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকায় ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি মা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাচার হাতে খুন হওয়া শিশু হালিমা আক্তার হত্যা মামলা, পরকীয়ার জেরে ২০১৯ সালের ১৪ মার্চ খুন হওয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের ডেকোরেটর কর্মী জুয়েল মিয়া (২৬) হত্যাকাণ্ড, লুডু খেলার টাকা নিয়ে বন্ধুদের হাতে গত ৪ জুন খুন হওয়া আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের ট্রাকের হেলপার সবুর (২০) হত্যা মামলার রহস্য স্বল্প সময়ে উদঘাটন করে আলোচনায় আসেন আলমগীর হোসেন।

চাঞ্চল্যকর এসব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে প্রত্যক্ষভাবে তদন্তকারী কর্মকর্তাদের সহযোগিতা করেছেন তিনি। এছাড়া আরও কয়েকটি হত্যা মামলার উহস্য উদঘাটন করেন আলমগীর হোসেন।

গত ৫ ই জুলাই রবিবার জনাব আলমগীর হোসেনকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে করোনা স্বাস্থ্য বিধি মেনে ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে জানতে চাইলে আলমগীর হোসেন বলেন, ক্ললেসসহ যে কোনো হত্যাকান্ডের রহস্য উন্মোচন সবসময় আমায় উৎসাহ জোগায়। তবে পুলিশ বাহিনীতে প্রত্যেকটি কর্মস্থলই গুরুত্বপূণ। পেশাদারিত্ব বজায় রাখলে সব জায়গা থেকেই দেশের জন্য কাজ করা যায়।

SHARE