নুরুল আমিন, প্রতিবেদক :
লালমোহনে রাস্তার পাশের গাছ কেটে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডে ২৮ জুন এ ঘটনা ঘটে। জানা যায়, লালমোহন পৌরসভা ৩নং ওয়ার্ডে সওদাগর চৌমুহনী থেকে দক্ষিণ দিকের রাস্তার পাশে জেলারিষদের নিজস্ব জমিতে একজন অসহায় লোক দোকান করছে। উক্ত জায়গা থেকে তাকে উচ্ছেদ করে সেখানে পাকা দোকান ঘর নির্মাণ করছে একই এলাকার শাহে আলম, পিং মৃত মজিবল হক, আজাদ ও আক্তার পিং পিং শাহে আলম। তারা রাস্তার পাশের সরকারি জায়গার কয়েকটি রেইনট্রি গাছ কেটে সরকারের টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগ পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশের গাছ কাটলেন কেন? জানতে চাইলে শাহে আলম জানান বন অফিসের পিয়ন থেকে সে অনুমতি নিয়েছে। উক্ত বনরক্ষীর কাছে ফোনে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন, আমি স্যারকে নিয়ে সেখানে যাব। আপনি যেখানে দোকান ঘর নির্মাণ করছেন, এই জায়গা আপনার কিনা জানতে চাইলে শাহে আলম জানান, পেছনের জায়গা আমি খরিদ করেছি, তাই রাস্তার পাশের এই জায়গায় দোকান ঘর নির্মাণ করছি। উক্ত জায়গা এর আগে কার দখলে ছিল এবং আপনি লিজ নিয়েছেন কিনা জানতে চাইলে শাহে আলম পরে জানাবেন বলে জানান। এলাকাবাসীসহ সচেতন মহল এসব অনিয়মের তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের দাবী জানান