ভোলায় উপজেলা চেয়ারম্যান মনজুর সহ নতুন আক্রান্ত ১০

 

টিপু সুলতানঃ

ভোলার দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলমসহ নতুন করে আরো ১০ জনের শরীরে করোনায় আক্রান্ত হয়েছে। মনজুর আলম লগডাউনের প্রথম থেকে ভোলা ২ আসনের এমপি আলীআজম মুকুলের সাথে ত্রাণ বিতরণে অংশ নেন। এবং নিয়মিত অসহায় মানুুষদের ঘরে ঘরে ত্রাণ পৌছানোর কারনেই স্ব পরিবারে আক্রান্ত হয়েছেন বলে ধারনা করছেন দৌলতখানের মানুষ।

দৌলতখান উপজেলার ৯ জন ও একজন বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৯ জনে।

আজ (১৮ই জুন) বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন রতন কুমার ঢালী ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এসময় তারা আরো জানান, নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে চারজনই দৌলতখান উপজেলা চেয়ারম্যানের পরিবারের সদস্য। গতকাল বুধবার রাতে আসা পজিটিভ রিপোর্টে ১৪ জনের মধ্যে পূর্বে করোনা আক্রান্ত চারজনের পুনরায় পজিটিভ আসে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। মৃত দু’জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ১১৪ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৬৬ জনের মধ্যে সুস্থ ২৩ জন। দৌলতখানে আক্রান্ত ১৭ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২১ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৪, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে আজ করোনা উপসর্গ নিয়ে সদরের বাপ্তা ইউনিয়নে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ২ হাজার ৮৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৪৭১ জনের। এর মধ্যে ২ হাজার ৩২৫ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৫৯ জনের পজিটিভ আসে। এদিকে আজ করোনা উপসর্গ নিয়ে সদরের বাপ্তা ইউনিয়নে একজনের মৃত্যু হয়েছে। গত এক সপ্ততাহে বাপ্তায় এমন মৃতের সংখ্যা ৩ জন।

SHARE