মোঃইমরান হুসাইন মুন্নাঃঃ-
ভোলা জেলা আইন পরিবার একটি অনলাইন ভিত্তিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। ভোলা জেলার আইন ডিগ্রিধারীরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন জেলা বার গুলোতে আইনজীবী হিসাবে প্রাকটিস করে আসছে এবং অনেকে আবার বিচার বিভাগ ও নিবার্হী বিভাগের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত আছে। এই অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এর মাধ্যমে সকলের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সর্ম্পক স্থাপন সহ নিমোক্ত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবে।
১। ভোলা জেলার আইন ডিগ্রিধারীদের এই গ্রুপে অর্ন্তভুক্ত করা।
২। ভোলা জেলার আইনের ছাত্রদের কল্যানে কাজ করা।
৩। ভোলা জেলার ছাত্রদের আইন বিষয়ে বিশ্ববিদ্যালেয়ে ভর্তির ব্যাপারে সহযোগিতা করা।
৪। বার কাউন্সিলে আইনজীবী হিসাবে অর্ন্তভুক্ত হওয়ার জন্য সিনিয়র নির্ধারনের সহযোগিতা করা।
৫। বার কাউন্সিলের ইন্টিমেশন প্রদানে সার্বিক সহযোগিতা করা।
৫। গ্রুপের মাধ্যমে অনলাইনে বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠান আয়োজন করা।
৬। আইনের বিষয় অধ্যায়নরত ছাত্রদের যেসব বিষয় পড়তে সমস্যা হয় সেসব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা।
৭। ভোলা জেলার আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের বিনামূলে আইনী সেবা প্রদান করা।
৮। ভোলা জেলার সার্বিক উন্নয়ন ও দূর্নীতি বন্ধে জনস্বার্থে মামলা করা।
৯। ব্লাড ব্যাংক পরিচালনা করা।
১০। ভোলা জেলার আইন পরিবারের কল্যাণে কাজ করা।
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার গোলাম রসুল অভি, এ্যাডভোকেট মো: মনিরুল ইসলাম রাহুল, আবদুল বাসেত, আরিয়ান হোসেন, খাদিজা আক্তার দিয়া ও তন্নি স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে কাজ করার জন্য এই অনলাইন ভিত্তিক এই সংগঠন পরিচালনা করছেন।
এ্যাডভোকেট মো: মনিরুল ইসলাম রাহুল বলেন, আমরা ভোলা জেলা আইন পরিবার একটি অনলাইন ভিত্তিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন । আমরা ভোলা জেলার আইন পরিবারের কল্যাণে কাজ করা সহ ভোলা জেলার আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের বিনামূলে আইনী সেবা প্রদান করব।