ঢালচরের মানুষকে আশ্রয়কেন্দ্রে প্রেরন করছে কোষ্টগার্ড দক্ষিন জোন

 

নুরউদ্দিন আল মাসুদ

ঘূর্ণিঝড় আমফান হতে ভোলার চরাঞ্চলের মানুষকে সংরক্ষিত অবস্থানে পোছে দিচ্ছে কোষ্ট গার্ড দক্ষিন জোন।গতকাল সোমবার সকাল হতে কোষ্টগার্ড দক্ষিন জোনের বি‌সি‌জি অাউটপোস্ট. চরমানিকা কর্তৃক ঘূ‌র্ণিঝড় অামফান উপল‌ক্ষে ঢালচর এলাকা থে‌কে এখন পর্যন্ত (পুরুষ ৬৮৩ জন, ম‌হিলা ১১৫৪ জন,ও শিশু ৪৬৯ জন) সর্বমোট ২৩০৬ জন কে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে নিয়ে অাসা হয়েছে।

তবে এখনো পর্যন্ত মানুষকে আশ্রয়স্থলে নিয়ে আসছে কোষ্ট গার্ডের সদস্যরা।প্রায় ৭০ শতাংশ মানুষকে ১৪ টি ট্রলারের সহযোগিতায় বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা ও সাইক্লোন সেন্টার সহ বিভিন্ন আশ্রয়স্থলে নিয়ে আসছে বলে জানিয়েছেন কোষ্ট গার্ড দক্ষিন জোন মিডিয়া টিম।

চরফ্যাশনের নির্বাহী কর্মকর্তা জনাব রুহুল আমিনের নির্দেশনায় ও কোষ্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেপ্টেন্যান্ট ওয়াসিম আকিল জাকির নেতৃত্বে নিরসলভাবে কাজ করছে কোষ্ট গার্ডের সদস্যরা।

এছাড়াও ভোলায় মোট ১১০৪ টি আশ্রয়কেন্দ্র ও ১০৫০০ সেচ্ছাসেবী কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ব্যক্তিদের জন্য রয়েছে শুকনো খাবার ও পর্যাপ্ত ব্যবস্থা।

SHARE