ভোলা প্রতিনিধি:
বিশ্ব মহামারি ভাইরাস করোনা (কোভিট-১৯) উপলক্ষে অর্ধশতাধিক ইমাম ও মুয়াজ্জিনের পাশে ত্রাণ ও নগদ অর্থ নিয়ে দাঁড়ালো ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের “ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠন” নামে একটি সংগঠন। রবিবার সকালে জংশন বাজারস্থ একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে তা বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে টেলিকর্নফারেন্সে তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ইলিশা ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি হোসেন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ছাইদ আলী জমাদার, দপ্তর সম্পাদক মাষ্টার রফিকুল ইসলাম, মাষ্টার ইসমাইল হোসেন, ইলিশা সিপিপি টিম লিডার মো. মামুন, সংগঠনের সমন্বয়কারী ইয়ামিন হোসেন, সহ-সভাপতি ইকবাল হোসেন রাজু, ইউসুফ পাটোয়ারী, যুগ্ম সম্পাদক সোহাগ খলিফা, পারভেজ রনি, ইউসুফ হোসেন, রাছেল, রাফসানসহ অন্যান্য সদস্যরা। উপস্থিত বক্তৃতায় বক্তৃতারা সংগঠনের সকল সদস্য একত্রিত হয়ে কাজ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আত্ন মানবতার সেবায় মানব…