বোরহানউদ্দিনে পরকীয়ার জের রক্তক্ষয়ী সংঘর্ষ“ আহত ২২

 

ফয়সাল অাহ‌মেদ, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মঙ্গলবার রাত ৯ নং ওয়ার্ডে পরকীয়া প্রেমের জেরে দু গ্রুপের মধ্যে সংঘর্ষে ২২ জন গুরুতর আহত হয়েছে। আহতরা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ও দুই জ‌নের অবস্থা অাশঙ্কা জনক হওয়ায় তা‌দের ব‌রিশাল শে‌রেবাংলা হাসপাতা‌লে প্রেরন করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় ওই এলাকায় আতংক বিরাজ করছে। মাতাব্বর বাড়ীর বিদেশ প্রবাসী নাগরের স্ত্রী নারগীস ও বাসা বাড়ীর শাজাহানের ছেলে মাকসুদ এর মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চ‌লে অাস‌ছিল। এ প্রেমের সম্পর্ক নিয়ে ৩ বছর যাবত একাধিক বার এলাকায় শালিশ বৈঠক হয়। এই দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে ওই দুই বাড়ীর পরিবারের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। আর সেই শত্রুতা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে কথার কাটা-কাটির এক পর্যায়ে ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে মাকসুদ এর বাসা বাড়ীর ১০ জন ও নারগীসের স্বামী নাগরের বাড়ীর ১২ জন গুরুতর জখম হয়েছে। তারা হলেন মাকসুদ এর বাসা বাড়ীর হাসনাইন (১৬), ফয়সাল (১২), সালাউদ্দিন (২৮), লিটন (৩০), নয়ন (৩০), আজগর (২৮) সহ আরো ২জন। নারগীসের স্বামীর মাতাব্বর বাড়ীর বেল্লাল (২২), জাহানারা (৪৫), কামরুল (৩৬), হাসান (২২), হাসান (৩০), কবির (৩০), আকবর (৩০), সাকিল (১৮), রাকিব (২২), জসিম (৩৬), আব্দুল আলী (৩৬), করিম (২৬)। দু গ্রুপের আহতদেরকে স্থানীয় লোক উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে নারগীসের স্বামীর বাড়ীর জাহানারা ও বেল্লালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করা হয়।‌ এ রিপোর্ট লেখা পর্যন্ত দু গ্রুপের মধ্যেই মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

SHARE