ভোলায় বাদশা গ্রেফতার, অস্ত্র মামলায় থানায় হস্তান্তর

 

টিপু সুলতানঃ

ভোলার রাজাপুর থেকে বাদশা শিকদারকে গ্রেফতার করে র‌্যাব-৮। রাতে তাকে নিয়ে অভিযানে নামে র‌্যাব। এসময় তার কাছ থেকে অস্ত্রো উদ্ধার করে করে তাকে অস্ত্র মামলায় থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধনিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশালের ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল গত ০৮/০৫/২০২০ খ্রিস্টাব্দ তারিখ রাতে ভোলা সদরথানাধীন দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বাদশা শিকদার ওরফেআবুল বাশার শিকদার(৪২), পিতা- মৃত দাইমুদ্দিন শিকদার, সাং- চরআনন্দ, বর্তমান ঠিকানা- পূর্ব ইলিশা, ৮ নম্বর ওয়ার্ড, থানা-ভোলা সদর, জেলা- ভোলা’কে সন্ত্রাস ও নাশকতা করার প্রাক্কালে গ্রেফতারকরে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি একনলাবন্দুক, ৪(চার) রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতআসামীর নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় দুই ডজনেরও বেশি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী একজন শীর্ষ সন্ত্রাসী।তার বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ প্রায় ২৫ টি মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত ঘটনায় র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতারকৃত আসামী বাদশা শিকদারএর বিরুদ্ধে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়েরকরা হয়েছে।

এর আগে গতকাল ৮ মে সকাল ৯ টায় ইলিশার মাছ ব্যাবসায়ি বাদসা শিকদারকে সাদা পোশাকে গ্রেফতার করে নিয়ে যায় র‌্যাব-৮।

SHARE