ভোলায় করোনা রোগীর সেবায় জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি -ডাঃ মহামুদর রশিদ

মনপুরা প্রতিনিধি#
করোনা রোগীর সেবায় নিজের জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়ে মনপুরা রোগী স্বাস্থ্যসেবার দ্বায়িত্ব কাঁধে তুলে নিলেন ভোলার স্বাস্থ্য ফেরিওয়ালা ডাক্তার মাহামুদুর রশিদ ।

ভোলা জেলায় বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় প্রকৃত স্বাস্থ্য সেবক হিসাবে কাজ করছেন মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনপ্রিয় ডাক্তার মাহামুদর রশিদ। করোনা ভয় কে জয় করে নিয়ে তিনি নিজেই সেবক হয়ে করোনা রোগীর সেবায় নিয়োজিত রয়েছেন। ভোলায় ২ জন করোনা রোগী মধ্যে একজন মনপুরা উপজেলা রয়েছে।

যেখানে করোনার ভয়ে নিজ পরিবার পরিজন কাছে আসতে ইচ্ছা পোষণ করে না সেখানে এই দ্বীপ মানুষের পাশে একমাত্র স্বাস্থ্য সেবার অভিভাবক হিসেবে কাজ করছে এই স্বাস্থ্য ফেরিওয়ালা মাহামুদর রশিদ।

মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায় তিনি ইতোপূর্বেও ব্যাপক
স্বাস্থ্যসেবায় অবদান রেখে আলোচিত হয়ে মিডিয়া ফুটে উঠে এসেছে তার তথ্য চিত্র।।

করোনা রোগীর সর্বশেষ পরিস্থিতি জানতে ডাক্তার মাহামুদুর রশিদ ভোলা নিউজকে জানিয়েছেন রোগীটির বর্তমান পরিস্থিতি খুব ভালো রোগীর স্বাস্থ্যসেবা আমি নিজে নিয়োজিত রয়েছি এবং মনপুরার মানুষের সেবায় আমি প্রতিস্তুতিবদ্ধ।।

SHARE