লালমোহনো পালিয়েছেন যুবলীগ নেতা, চাল চুরির মামলা

ভোলা প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে যুবলীগ নেতার বাড়ি থেকে ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। চাল চুরিরর অভিযোগে আজ ২৬ এপ্রিল  যুবলীগ নেতা মনির মাতব্বরকে আসামি করে মামলা করেছে উপজেলা প্রশাসন। ২৫ এপ্রিল সন্ধায় লালমোহন ইউএনও হাবিবুল হাসান রুমী গজারিয়া ওএমএস এর ডিলার মনির মাতব্বরের বাড়ি থেকে ১২ বস্তা চাল উদ্ধার করে। মামলা হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন ওই যুবলীগ নেতা।

লালমোহনের এমপি নুরনবী চৌধুরী শাওন ত্রাণের চাল চুরি না হওয়ার জন্য ইতিপূর্বে লালমোহন উপজেলার বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার এবং নেতাকর্মীদেরকে শপথ করান। সেই শপথ উপেক্ষা করে আবার সেই চাউলচুরীর মত অপরাধ করলেন, ওএএমএস ডিলার উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মনির মাতব্বর। ২৫ এপ্রিল বিকেলে লালমোহন উপজেলা নিবার্হী অফিসার এবং খাদ্য অফিসারসহ পুলিশ মনির মাতাব্বরের সৈনিক বাজারের বসতঘর হইতে ১২ বস্তা চাউল উদ্ধার করেন। এসময় মনির মাতাব্বর পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ বাড়ি থেকে চাল জব্দ করে আনার পর আজ ২৬ এপ্রিল  লালমোহন থানায় তার যুবলীগনেতা মনির মাতাব্বরকে আসমি করে নিয়মিত মামলা করা হয়। কিন্তু এখনও আসামি মনির মাতাব্বর পলাতক আছে। স্থানীয়রা জানান, মনির মাতাব্বর ওএমএস এর ডিলার হওয়ার পর থেকে নিয়মিত চাল চুরি করে আসছে। পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে চাল চুরির আরো অনেক গোপনীয় তথ্য বাহির হবে। লালমোহন থানার ওসি মির খায়রুল কবির জানান, মনির মাতব্ব ওএমএস এর স্থানীয় ডিলার গতকাল উপজেলা নির্বাহি অফিসার হাবিবুল হাসান রুমী তার এলাকায় গেলে তিনি চালের হিসাব দিতে পারেননি। পরে তার বাড়ি থেকে ১২ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় লালমোহন থানায় নিয়মিত মামলা করেছে লালমোহন খাদ্য বিভাগ। চাল উদ্ধার নিয়ে কথা বলতে ০১৭১৫০৫০৩৮৯ নাম্বারে একাধিক বার যোগাযোগ করেও ওএএমএস ডিলার লালমোহন যুবলীগ নেতা মনির মাতব্বরকে পাওয়া যায়নি।

SHARE