ভোলা অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে দাড়ালেন গাজীপুর রোর্ডের দিনার

 

আমজাদ হোসেন#
ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ এর পক্ষ হয়ে ভোলা পৌর সভার ২ নং ওয়াড গাঁজিপুর রোডস্থ এলকায় অসহায় দিনমজুর পরিবারের মাঝে আঃলীগ নেতা দিনারের খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অনুষ্টিত হয়েছে।

এ সময় খাদ্য সামগ্রী বিতরনে উপস্থিত থাকার কথা থাকলে ও উপস্থিত থাকতে পাড়েনী ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আঃলীগের যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিক,জেলা স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ন আহ্বায়ক তুহিন।

আঃলীগ নেতা দিনার তার নিজস্ব অর্থায়নে অসহায় দরিদ্র দিনমজুর ২০০ টি পরিবারের মাঝে তার খাদ্য সামগ্রী হিসেবে বুট, মশুরির ডাল, পেয়াজ, লবন, চিন, বিতরন করেন।
এসময় তিনি অসহায়দের মাঝে বিতরনের সময় ভোলার গর্ব জননেতা তোফায়েল আহমেদ এমপি ও সহ ধর্মিনী মিসেস তোফায়েল এর জন্য সকলের কাছে দোয়া ও নেক হায়াৎ কামনা করে দোয়া চেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন ওয়াড আঃলীগের সভাপতি টুলু,সাবেক আঃলীগ নেতা খাইরুল ইসলাম পিপলু প্রমুখ।

SHARE