ভোলা নিউজ ডেস্কঃ লেখক, সাংবাদিক, পেশাজীবী নেতা, দক্ষ আইনজীবী এডভোকেট সাহাদাত হোসেন শাহিন আজ লিখেছেন এক কোষী জীব করোনার তান্ডবলীলা নিয়ে। এই গুনী মানুষের লেখাটি ভোলা নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো….
“করোনা নামের ক্ষুদ্র এক এককোষী জীব আজ সারা পৃথিবীকে লন্ডভন্ড করে দিয়েছে । থেমে গেছে সারা পৃথিবীর দৈনন্দিন কার্যক্রম, ব্যস্ততা, ৱেশাৱেশি,। প্রিয়জনকে কাছে টানায় ব্যাকুল মানুষ আজ দূরে সরিয়ে দিচ্ছে প্রিয়জনকে। মানবতা , স্নেহ ,ভালোবাসা সবকিছুই ইতিবাচক-নেতিবাচক দুটি মাত্রাই ছাড়িয়েছে।
করোনার জন্ম ইতিহাস নিয়ে বিতর্ক থাকলেও এর ধ্বংসাত্মক রূপ নিয়ে কারো কোন বিতর্ক নেই সবাই এর কাছে অসহায়।
বিজ্ঞানের যত আধুনিক আবিষ্কার আর মানুষের যত অহংকার সবকিছুকে গুড়িয়ে দিয়েছে এই করোনা। করোনা নামের এই মহামারী বৃহত্তর ক্ষুদ্র ধনী-দরিদ্র সব রাষ্ট্রকে এনেছে এক কাতারে, যে রাষ্ট্র যত বেশি ক্ষমতাশালী ছিল করনাৱ আঘাতে সে রাষ্ট্র বেশি ক্ষতিগ্রস্থ। সমতা বিধানে বাদ রাখেনি কাউকে।
কর্মব্যস্ত মানুষগুলো আজ কর্মহীন গৃহবন্দী হয়ে অলস সময় কাটাচ্ছে।
ধর্ম নিয়ে হানাহানি , বাড়াবাড়ি, মারামারি সবকিছুই আজ বন্ধ।
ব্যস্ত নগরী ব্যস্ত জনপদ সবকিছুই আজ নীরব নিস্তব্ধ, কবে ভাঙবে এই নিস্তব্ধতা কেউ জানে না।
মহান স্রষ্টা অতিক্ষুদ্র একটি জীবাণু দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছেন আমাদের অহংকার করার কিছুই নেই ,নেই আমাদের কোন ক্ষমতা সবকিছুই চলে তার ইশারায়। সেই মহান স্রষ্টার কাছে প্রার্থনা আমাদেরকে রক্ষা করো , তোমার করুণা ছাড়া এই করোনা থেকে বাঁচার যে আর কোন উপায় নেই।”