এম. ইমরান হোসাইন।
করোনার তান্ডবে সারা পৃথিবী যখন স্তব্দ। তখনই যেন গরীবরা হয়ে পড়ে একেবারে অসহায়। তাদের দেখার যেন কেউ নেই। ইতোমধ্যে আমাদের দেশে চলছে চাল,তেল চোর প্রতিনিধিদের তান্ডব। মানুষ না খেয়ে বিভিন্ন ধনী,রাজনীতিবীদ,প্রভাবশালীদের স্বরনাপন্ন হলে বেশ কিছু লোক সহায়তা করলেও এখনো ত্রাণ পাওয়া থেকে দুরে লক্ষ কোটি মানুষ। এই চারজন মহিলা অন্তত পক্ষে দুই কেজি চাল পাওয়ার আশায় ঘুরছিলেন। জানাযায় তারা ধনিয়া ইউনিয়নের ছোট আলগী ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। মেম্বার থেকে কিছু না পেয়ে চেয়ারম্যান এর বাড়ি গেলে দড়জা না খোলার অভিযোগ করে তারা। এমনকি ডিসি অফিসে গেলেও নাকি তাদের বের করে দেয়া হচ্ছে। পরে তারা বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি বর্গের কাছে গেলে সবাই তাদের ফিরিয়ে দিয়েছেন। এমতাবস্থায় তাদের দাবী প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা তহবিল কি আমাদের জন্য আসেনাই নাকি চেয়ারম্যান মেম্বার এর এখনো পেট ভরেনি। দেশের এই কঠিন পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের আরো মানবিক হওয়ার প্রয়োজন। কিন্তু তারা ত্রাণ নিয়ে খেলছে। আপনারা এখনো এই নোংরা মানসিকতার পরিবর্তন করুন। দেশ ও জনগনের কল্যানে কাজ করুন। মানসিকতার পরিচয় দিন।