সবাই মিলে থাকি— খবির হোসেনের কবিতা

মোঃ আশরাফুল আলমঃ

একজন প্রতিভাবান ব্যক্তিত্ব জনাব খবির হোসেন চৌধুরী,যুব উন্নয়ন কর্মকর্তা দৌলতখান উপজেলা। করোনার উপর লেখা তাঁর একটি চমৎকার কবিতা।
সবাই মিলে থাকি
করোনার ভয়াল ত্রাসে লাশের পরে লাশ
এর আগে দেখেনি পৃথিবী এমন সন্ত্রাস।
দিন রাত একই চিন্তা, মনের ভিতর উড়ছে
অদৃশ্য এই মরন ব্যাধি চারি দিকে ঘুরছে।

মুখে মুখে একই কথা,ঘরের ভিতর থাকো
নিজে সুস্থ থাকো এবং অন্যকে রাখো।
অন লাইন, টিভির পর্দায় সকলের এক দৃষ্টি
ভয়ানক এই সুক্ষ্ম ভাইরাস কে করিল সৃষ্টি।

বিধি নিষেধ মেনে আমরা ঘরের ভিতর থাকছি
শুয়ে বসে খাবার খেয়ে মহান রবকে ডাকছি।
মোবাইল হাতে ঘরের ভিতর হালকা বিনোদন
বাইরের মানুষ ঘরে আটকা অস্থির থাকে মন।

যার ঘরে নাইরে খাবার ক্ষিধায় ভাত চাইরে
পাগল বেশে ছুটছে সেজন যাচ্ছে ঘরের বাইরে।
প্রতিদিনের শ্রমের চাকায় রোজগার হতো বাবার
সন্ধ্যা বেলা আসতেন বাবজান হাতে নিয়ে খাবার।

মায়ের এখন কাজ বন্ধ, হয়না ঘরে রান্না
অভূক্ত বৃদ্ধ, শিশু হাহাকার আর কান্না।
পথে পথে ঘুরছে ওরা যদি পায় ত্রান
ক্ষুধার জ্বালা মিটবে তাদের, বেঁচে যাবে প্রাণ।

প্রান্তিক জন যত বেশী, অনাহারে, রোগে মরবে
এর নানাবিধ প্রভাব এসে ঘরে ঘরে পরবে।
ওরা যদি বেঁচে না থাকে আমরা মূল্যহীন
সারা জনমে হবেনা শোধ অবহেলার ঋণ।

ত্রাণ দিয়ে প্রাণ বাঁচানো অতো সহজ নয়
লক্ষ,কোটি মানুষ যদি বেকার হয়ে রয়।
অর্থ,বিত্তের সরব চাকা থমকে যদি যায়
এগিয়ে যাওয়া,পিছিয়ে যাবে,কি হবে উপায়।

শ্রমজীবী মানুষ যতো পথে পথে রবে
ততবেশী কোভিট-১৯ সংক্রামিত হবে।
যারা আমরা ঘরে আছি, পকেটটা দেই ঝাঁকি
আমরা- ওরা ঘরের ভিতর সবাই মিলে থাকি।

SHARE