ভোলায় করোনাভাইরাস প্রতিরোধে বাড়ছে লকডাউন

এম ইমরান হোসাইনঃ-

ভোলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় যুব স্বেচ্ছাসেবক, এলাকার জনপ্রতিনিধি , স্থানীয় সচেতন মানুষ ও বিভিন্ন রাজনৈতিক মহলের সহযোগীতায় প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করে লকডাউনের সিদ্বান্ত নেয় তারা। তাদের এ সময়োপযোগী সিদ্বান্তকে সমর্থন জানায় এলাকার সচেতন মানুষ। ভোলার উকিলপাড়া মহিলা মাদ্রাসা সংলগ্ন লকডাউন সহ কলঘাট সড়ক লকডাউন, চাচড়া-ভোটের ঘর (মাঝের রাস্তা) লকডাউন, উত্তর বাপ্তার কয়েকটি স্থানে এ চিএ লক্ষ করা যায়। ইলিশার চর আনন্দ বজলুর দোকান সংলগ্ন এক লকডাউনের চিএ লক্ষ করা যায়। ঢাকা,চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ থেকে লোকজন শিপের মাধ্যমে এসে জনতা বাজার ও বানিয়ার চরের এদিকে নামে। পরে তারা বানিয়ার চর হয়ে মূল সড়কে পৌছায়। এ দৃশ্য দেখে এলাকার যুব সমাজ বানিয়ার চর ব্রিজ ও বজলুর দোকান সংলগ্ন লকডাউন করে রাখে। এত বহিরাগত লোক প্রবেশ করা সত্বেও প্রশাসনের কোন দৃষ্টি নেই এদিকে। ভোলার মানুষের এই সচেতনতাকে আন্তরিক সাধুবাদ জানাই এবং প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

SHARE