নিজস্ব প্রতিনিধি:
চলমান লকডাউন পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের “একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস” ডিপার্টমেন্টের গ্রাজুয়েটদের সংগঠন “AIS GRADUATES NETWORK,JnU”। সংগঠনটি ঘোষণা দিয়েছে ঢাকা কিংবা ঢাকার বাইরে অবস্থানরত কোনো শিক্ষার্থী যদি খাদ্য কিংবা অর্থ সংকটে ভুগে তাহলে যেন তাদেরকে জানানো হয়। তারা সাহায্য গ্রহীতার পরিচয় গোপন রেখেই উক্ত সাহায্য প্রকল্প চালিয়ে যেতে চান। খোঁজ নিয়ে জানা গেছে ইতোমধ্যেই তারা ঢাকায় অবস্থানরত অনেক শিক্ষার্থীর বাসায় বাজার পৌঁছে দিয়েছেন। পরিচয় দিতে অনিচ্ছুক সংগঠনটির একজন স্বেচ্ছাসেবী জানায়, “আমরা যখন বাজারের ব্যাগটি এক ছোট ভাইয়ের বাসায় পৌঁছে দিতে গিয়েছিলাম তখন তার চোখে যে দৃষ্টি দেখেছি তা সত্যিই অবিস্মরণীয়”! নিম্নে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক গ্রুপে পোস্ট করা সাহায্যের ঘোষণাটি হুবুহু তুলে ধরা হলো:-
প্রিয় অনুজ ভাই ও বোনেরা, AIS GRADUATES NETWORK,JnU এর পক্ষ থেকে সকলের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি পরিবার হিসেবে দেখি যেখানে পরিবারের জুনিয়র সদস্যদের প্রতি আদর্শিকভাবেই আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য বর্তায়। যারই অংশ হিসেবে তোমাদের জন্য কিছু করার ক্ষুদ্র প্রয়াস আমাদের সবসময়ই থাকে।
আমরা সকলেই অবগত যে, চলমান লকডাউন পরিস্থিতিতে ঢাকার সাথে সারা দেশের গনপরিবহণ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এমতাবস্থায় হলবিহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী জীবিকার মাধ্যম বা টিউশনি ছেড়ে বাড়ি যেতে পারেনি। কিন্তু বিধিবাম কিছু দিনের মধ্যেই অনেকের টিউশনিও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে এমন একজনের খাদ্য সংকটের খবর পেয়ে “AIS GRADUATES NETWORK,JnU” তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং লকডাউন পরিস্থিতিতে জবির বর্তমান শিক্ষার্থীদের জন্য উক্ত সাহায্য কার্যক্রম অব্যাহত রাখার প্রকল্প হাতে নেয়।
ঢাকাতে অবস্থানরত জবির কোনো ভাই ও বোনের এরুপ খাদ্য সংকট দেখা দিলে নি:সঙ্কোচে জরুরি ভিত্তিতে আমাদের ইনফর্ম করার জন্য আহ্বান জানাচ্ছি। জবির একটি ভাই/বোনকেও যেন খাদ্য সংকটে ভুগতে না হয়, এই হোক আমাদের প্রত্যয়।যোগাযোগের মাধ্যম……
মঈনুল ইসলাম
01711426741 ( আতিকুল্লাহ সায়েম )
01674060844 ( রিয়াজ বিন জাফর চৌধুরী )
01675493849 (নাঈম হোসেন)
01743929703( মাহাবুব বাপ্পি )
01739419337(শাহরিয়ার রহমান )
01710930088 (হাবিবুর রহমান )
01571743195 (মিরাজ)