ভোলা শিবপুরে করোনা সংক্রামনে সবাইকে সর্তক হওয়ার আহ্বান ইউপি চেয়ারম্যান

আমজাদ হোসেন#
নভেল করোনা ভাইরাস যার রুপান্তরিত নাম কোভিড ১৯ এর সংক্রামনে যেখানে সমগ্র বিশ্ব তথা পুরো বাংলাদেশ আতংকে,তখন সরকার সবাইকে নিজ নিজ বাড়িতে থেকে সর্তক থাকার কথা জানিয়েছেন।বিনা কারনে কাওকে বাড়ির বাহিরে আসা ও সামাজিক দুরুত্ব বর্জায় রাখার আহ্বান ও জানান।

এই সর্তকতা মানছেনা অনেকেই
শহর অঞ্চলের দিকে এই সর্তকতা কিছুটা দেখা গেলেও গ্রামের চিত্রটা একটু আলাদা দেখা যায়।গ্রাম অঞ্চলে দেখা যায় উৎসবমুখর পরিবেশে লোকজন বাজারে ঘুরাফেরা করে বেরায় প্ররাই দোকানপাট খোলা দেখা যায়।

এই সর্তকতা অবলম্বনে ভোলা শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ মোঃজসিম উদ্দিন সবাইকে নিজ নিজ বাড়িতে থেকে সর্তক থাকার আহ্বান জানান ও অযথা কেই যেন রাস্তাঘাটে ঘোরাফেরা না করেন, আরো বলেন আল্লাহ যেন এই মহামারি থেকে সবাইকে রক্ষা করেন।

চেয়ারম্যান সবাইকে সচেতন থাকার জন্য শনিবার ৪-৪-২০২০ ইং বিকাল ৫ থেকে ইউনিয়নের সকল চৌকিদারদের দিয়ে হেন্ড মাইক ধারা পুরো ইউনিয়ন গুরে সবাইকে সচেতন থাকা ও দোকান পাট বন্ধ করে হাট বাজারে ঘুরাফেরা না করে নিজ নিজ বাড়িতে থাকার কথা বলেন এই প্রচারনা রাত ৯ টা পর্যন্ত চালায়।

শহরের দিকে প্রশাসনিক তৎপরতা থাকলেও গ্রামের অঞ্চলের দিকে প্রশাসনিক তৎপরতা দেখা যায়না।প্রশাসনের দৃষটি আর্কষন করছি

SHARE