মাঠে বসে নেই ভোলা নিউজ পরিবার,মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি

টিপু সুলতান

ভোলা সদর করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরন করেছেন ভোলা নিউজের প্রকাশক ও সম্পাদক এবং ষ্টাফরা।
শনিবার (২৮ মার্চ)সারাদিন ব্যাপী ভোলা সদর ও উপজেলায় ২০ লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

কর্মহীন হয়ে পড়া দিনমজুর, শারীরীক প্রতিবন্ধী এমন ২০ জন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় তাদের প্রত্যেককে ৫ কেজি চাউল, ২কেজি আলু, ১ কেজি মশারী ডাল, সাবান ও তৈল দেয়া হয়।ভোলা নিউজের প্রকাশক ও সম্পাদক এ্যাড ভোকেট মনিরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এতে করে খেটে খাওয়া মানুষ বেকার হয়ে গেছে, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে প্রকৃত হতদরিদ্রদের খুঁজে বের করে তাদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সকল গ্রামে দেয়া হবে।

তিনি বিশেষ কোন প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান।তিনি আরো বলেন, জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে বাড়ি বাড়ি গিয়ে একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক ব্যবহারের নির্দেশনার অনুরোধ করেন।

SHARE