ভোলায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক সম্রাট আটক

আমজাদ:-
আজ ভোলা ২২/০৩/২০২০ ইং শনিবার বিকাল ০৩:৩০ মিনিটে এসআই মোঃ মাজহারুল ইসলাম ও সংগীয় ফোর্স জেলা গোয়েন্দা শাখা,ভোলা। সদর মডেল থানাধীন আলীনগর ইউনিয়ন বিষেশ অভিযানে সাচিয়া ০৬ নং ওয়ার্ড থেকে দুইজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ আসামিগম ১ মোঃ শিবলু (৩০), পিতা-মোঃ শাহাবুদ্দিন ভূইয়া, সাং- দৌলতখান পৌর ০৭ নং ওয়ার্ড, ২ মোঃ বাহারুল ইসলাম (৩৩), পিতা- মৃত তরিকুল ইসলাম, সাং- সৈয়দপুর চরসুবি ০৪ নং ওয়ার্ড,উভয় বাড়ি দৌলতখান থানায় জেলা-ভোলাদেরকে ১০ পিচইয়াবা সহ আটক করেন। মাদক মামলা হয়েছে।

SHARE